জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন। National Emergency Service 999.

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন। National Emergency Service 999.

Table of Contents

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন।

যেকোন বিপদজনক পরিস্থিতিতেঃ

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন

  • কোথাও আগুন লাগতে দেখলে।
  • কোথাও বৈদ্যুতিক শর্ট- সার্কিট হতে দেখলে।
  • কোথাও গ্যাস লাইন থেকে গ্যাস লিক হতে দেখলে।
  • কাউকে পানিতে পড়ে/ ডুবে যেতে দেখলে।
  • কাউকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখলে।
  • কাউকে মারাত্বকভাবে আগুনে পুড়ে যেতে দেখলে।
  • যেকোন দূর্ঘটনায় কারো মারাত্বক রক্তক্ষরন হতে দেখলে।
  • রাস্তাঘাটে বা হাট বাজারে কোন শিশু হারিয়ে গেলে।
  • কোথাও কোন দূর্ঘটনা/ এক্সিডেন্ট ঘটতে দেখলে (সড়কপথে, নৌপথে বা রেলপথে)।
  • কোন নৌযান চরে আটকে গেলে বা চলতি পথে ডুবে যেতে লাগলে বা ডুবে যেতে দেখলে।
  • কোথাও কাউকে বিপদজনকভাবে আটকা পড়ে থাকতে দেখলে।
  • যেকোন কারনে কেউ মৃত্যুও ঝুকিতে থাকলে বা থাকতে দেখলে।

ইউটিউব ভিডিও। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন

যেকোন অপরাধমুলক ঘটনার ক্ষেত্রেঃ

নারী ও শিশুর প্রতি অপরাধঃ

  • কোথাও বাল্য বিবাহ হতে যাচ্ছে, হচ্ছে, বা এই মাত্র হয়েছে।
  • কোন শিশু সহিংসতার শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র হয়েছে।
  • কোন কিশোরী/ মেয়ে/ যুবতী/ নারীকে ইভটিজিং, যৌন হয়রানী বা শারিরীক নির্যাতনের শিকার হতে দেখলে।
  • কোন শিশু/ কিশোরী/ মেয়ে/ যুবতী/ নারী ধর্ষনের শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র ধর্ষিত হয়েছে।
  • কোন নারী, শিশু বা ব্যাক্তিকে পাচার হতে দেখলে।

অপহরন ও নির্যাতনের ক্ষেত্রেঃ

  • কাউকে অপহরনের চেষ্টা করা হচ্ছে, অপহরন করে নিয়ে যাচ্ছে বা এইমাত্র অপহরন করা হয়েছে।
  • কাউকে অপহরন করে অবরুদ্ধ করে রাখতে দেখলে।
  • কাউকে আটকে রেখে/ বেধে রেখে নির্যাতন করতে দেখলে।
  • ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোরপূর্বক কোন কাজ করতে দেখলে।
  • কোথাও কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হতে দেখলে।

অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমঃ

  • কোথাও অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক রয়েছে বলে জানতে পারলে।
  • কাউকে কোন প্রকার অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক বহন করতে দেখলে।
  • কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছে, করছে বা এইমাত্র করেছে।
  • কোথাও কোন কিশোর গ্যাং বা আঞ্চলিক গোষ্টি/ দল/ গ্রুপ ভিত্তিক আক্রমনের পরিকল্পনা বা সংঘর্ষ পরিলক্ষিত হলে।
  • কাউকে সন্ত্রাসী কায়দায় কোন জমি/ স্থাপনা দখল করতে দেখলে।
  • কোথাও সন্ত্রাসী বা জঙ্গি হামলা হতে যাচ্ছে, চলছে বা হয়েছে।

অন্যন্য অপরাধ কার্যক্রমঃ

  • কোথাও ছিনতাই/ চাঁদাবাজি/ ডাকাতি হতে দেখলে।
  • কোন গাড়ি কাউকে পিষ্ট করে বা মারাত্বক দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে দেখলে।
  • কোথাও মাদক বা জুয়ার আসর বসতে দেখলে।
  • কোথাও যাত্রাপালায় অশ্লীল নৃত্য বা অসামাজিক কাজ হতে দেখলে।
  • কোথাও ওয়ারেন্টভুক্ত কোন আসামী অবস্থান করতে দেখলে।
  • কাউকে বেপরোয়াভাবে গাড়ী চালাতে দেখলে।
  • কাউকে মারাত্বকভাকে কোন অপরাধ সংঘটনের পরিকল্পনা করতে দেখলে।

এছাড়াও পুলিশ, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষনিক সেবা প্রয়োজন এমন যেকোন জরুরী পরিস্থিতিতে (মারাত্বক অপরাধ, দূূর্ঘটনা, বিপদ) এ ৯৯৯ এ নম্বরে কল করতে পারেন।

৯৯৯ নম্বরে কল করলে কোন কল চার্জ কাটা হয় না।

মোবাইলে টাকা না থাকলেও ৯৯৯ নম্বরে কল করা যায়।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন

(বিঃ দ্রঃ) কোন ধরনের কপরিাইট পাইরেসি আমাদরে কাম্য নয়। আমাদের দেয়া তথ্য ও প্রতিকার সম্পূর্ন শিক্ষা ও সচেতনতামুলক মাত্র, কেউ ইহাকে আইনগত মতামত বা পরার্মশ রূপে ব্যবহার করলে তাহার দায় সর্স্পূণ ব্যাক্তিক বটে। এ ধরনের প্রয়োজনে সরাসরি একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্ত হওয়ার জন্য সর্তক করা হল।)

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন। National Emergency Service 999.

আইন বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ আইনের আশ্রয়ের সাথে থাকুন। এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করুন। এবং আমাদের ওয়েবসাইটের ব্লগ পেজে চোখ রাখুন।

ধন্যবাদ সবাইকে।

Law Article

সাইবার বুলিং কি এবং প্রতিকার

সাইবার বুলিং কি এবং প্রতিকার। সাইবার ক্রাইম এর শাস্তি কি। WHAT IS CYBER BULLYING AND REMEDIES.

সাইবার বুলিং কি? সাইবার বুলিং হচ্ছে একধরনের সাইবার অপরাধ। বর্তমান সময়ে এ অপরাধ ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। সাধারন অর্থে বুলিং বলতে আমরা বুঝি দুইজন মানুষের

আরও পড়ুন...
মামলা থাকলে সরকারী চাকরী হবে কি?

মামলা থাকলে সরকারী চাকরী হবে কি ?

বর্তমান সময়ে চাকরীতে মামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন ও ভাবনার বিষয়। অধিকাংশ চাকরীপ্রত্যাশীর মনেই এক গভীর দুশ্চিন্তার বিষয় হল মামলা। সবার মনেই একই প্রশ্ন। মামলা থাকলে

আরও পড়ুন...
বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার সিলেবাস

বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার সিলেবাস

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন, পুলিশ, কর, পররাষ্ট্র সহ প্রজাতন্ত্রের ২৬ টি প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা পদে নিয়োগ প্রদান করে থাকেন।

আরও পড়ুন...