আত্বরক্ষার অধিকার

অপরাধ করেও কখন মাফ পেয়ে যাবেন।। আত্বরক্ষার অধিকার

Table of Contents

জান বাচানো ফরজ এরুপ একটি কথা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। আসলেই তাই। আইনেও নিজের জীবন ও সম্পত্তি বাচানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এজন্য যদি আক্রমনকারী ব্যাক্তিতে গুরুতর আঘাত কিংবা মৃত্যুও ঘটানো হয় তবুও আইনে তা অপরাধ বলে বিবেচিত হবেনা। তবে এক্ষেত্রে অবশ্যেই আইনের বিধি বিধান মেনেই ব্যাক্তিগত প্রতিরক্ষা বা আত্বরক্ষার অধিকার প্রয়োগ করতে হবে।

১। ব্যাক্তিগত প্রতিরক্ষাঃ

দন্ডবিধির ৯৬ ধারার বিধান মোতাবেক নিজেকে রক্ষার জন্য কৃত কোন কাজই অপরাধ বলে গন্য হবেনা।

২। স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি রক্ষার জন্যঃ

দন্ডবিধির ৯৭ ধারা মোতাবেক প্রত্যেক ব্যাক্তিরই তার নিজের বা অন্যের সম্পত্তি তা স্থাবর কিংবা অস্থাবর যাই হোক তা রক্ষা ও নিজের বা অন্যের শরীর রক্ষা করার অধিকার রয়েছে।

৩। ব্যাক্তিগত প্রতিরক্ষা করতে মৃত্যু পযন্ত ঘটানো যাবেঃ

দন্ডবিধির ১০০ ধারা মোতাবেক নিজের ব্যাক্তিগত প্রতিরক্ষায় ৬টি ক্ষেত্রে আক্রমনকারীর মৃত্যু ঘটালেও তা অপরাধ বলে বিবেচিত হবে না। তবে সেক্ষেত্রে ৯৯ ধারার আলোচনা অবশ্যই মাথায় থাকতে হবে। (ব্যাক্তিগত আত্বরক্ষার অধিকার প্রয়োগ করতে ঠিক যতটুকু বাধার প্রয়োজন তার অতিরিক্ত বাধা বা আঘাত করা যাবেনা)

  • এমন আক্রমন যার কারনে কোনো ব্যাক্তির মৃত্যু হবে।
  • এমন আক্রমন যার কারনে কোনো ব্যাক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হবে।
  • ধর্ষন করার জন্য আক্রমন করলে।
  • অস্বাভাবিক যৌনকামনা চরিতার্থ করার জন্য আক্রমন করলে।
  • অপহরন বা কিডন্যাপ করার জন্য আক্রমন করলে।
  • বেআইনিভাবে আটকে রাখার অভিপ্রায়ে আক্রমন করলে।

তবে ১০১ ধারা মোতাবেক উপরোক্ত ক্ষেত্র গুলি ব্যাতিত অন্য ক্ষেত্রে মৃত্যু ঘটানো না গেলেও অন্যন্য ক্ষতি করা যাবে।

আরোও জানুনঃ

পারিবারিক নারী নির্যাতনে কি কি মামলা করা যায়

মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?

মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?

কোম্পানী গঠনের খরচ ও সহজ নিয়ম

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন প্রতিকার

জায়গা জমির মামলা বা দেওয়ানী মামলার ধাপসমূহ

বিভিন্ন আইনে মিথ্যা মামলা করার শাস্তি

৪। সম্পত্তি রক্ষায় যে ক্ষেত্রে মৃত্যু সংঘটনের ক্ষেত্রেও প্রযোয্য হয়ঃ

দন্ডবিধির ১০৩ ধারা মোতাবেক ৪ টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষায় মৃত্যু সংঘটন পর্যন্ত প্রযোগ্য হয়। তবে সেক্ষেত্রে ৯৯ ধারার আলোচনা অবশ্যই মাথায় থাকতে হবে। (ব্যাক্তিগত আত্বরক্ষার অধিকার প্রয়োগ করতে ঠিক যতটুকু বাধার প্রয়োজন তার অতিরিক্ত বাধা বা আঘাত করা যাবেনা)

  • কেউ দস্যুতা করলে।
  • রাত্রি বেলায় ঘর ভেঙ্গে ঘরে অনুপ্রবেশ করলে।
  • বাসগৃহ বা সম্পত্তি সংরক্ষন করার স্থান (ঘর, ইমারত, তাবু, যানবাহন) ইত্যাদিতে অগ্নিসংযোগ ঘটাতে উদ্দোগী হলে।
  • চুরি, ক্ষতি বা অনধিকার প্রবেশ করার সময় মৃত্যুর আশঙ্কা থাকলে।

তবে ১০৪ ধারা মোতাবেক উপরোক্ত ক্ষেত্র গুলি ব্যাতিত অন্য ক্ষেত্রে মৃত্যু ঘটানো না গেলেও অন্যন্য ক্ষতি করা যাবে।

৫। নিরপরাধ ব্যাক্তির ক্ষতির সম্ভাবনা থাকলেঃ

দন্ডবিধির ১০৬ ধারা মোতাবেক নিজের আত্বরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোন নিরপরাধ ব্যাক্তির ক্ষতি হওয়ার ঝুকিও থাকে তবুও উক্ত ঝুকি নিয়েও নিজের আত্বরক্ষার অধিকার রয়েছে।

৬। অপরিনত বয়স্ক শিশু কর্তৃক কৃত কাজঃ

দন্ডবিধির ৮২ ধারা মোতাবেক ৯ বছরের কম বয়স্ক কোন শিশুর কাজ অপরাধ বলে গন্য হবেনা। আবার ৮৩ ধারায় বলা রয়েছে যে, ৯ বছরের বেশি ও ১২ বছরের কম বয়স্ক অপরিনত বোধশক্তি, জ্ঞানবুদ্ধিহীন শিশুর কাজ অপরাধ বলে গন্য হবেনা।

৭। নাবালক, অপ্রকৃতিগ্রস্থ ব্যাক্তির বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকারঃ

নাবালক, মাতাল বা অপ্রকৃতিস্থ ব্যক্তির কৃত কাজ অপরাধ বলে গন্য হবেনা। তবে আপনার উক্ত ব্যক্তি হতে নিজেকে আত্বরক্ষার পূর্ন অধিকার রয়েছে।

৮। যেসব ক্ষেত্রে আত্বরক্ষার ব্যাক্তিগত অধিকার প্রযোয্য হবেনাঃ

দন্ডবিধির ৯৯ ধারা মোতাবেক সরকারী কর্মচারী সদুদ্দেশে যে কাজ করে তা যদি ন্যায়সঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে তাহলে তার বিরুদ্ধে আত্বরক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগ করা যাবেনা। তবে যদি এরুপ মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকে তাহলে আত্বরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে।

আবার যেক্ষেত্রে এরুপ আক্রমনের সময় সরকারী কর্তৃপক্ষের নিকট আশ্রয় নেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আত্বরক্ষার অধিকার প্রয়োগ করা যাবেনা।

আবার ব্যাক্তিগত আত্বরক্ষার অধিকার প্রয়োগ করতে ঠিক যতটুকু বাধার প্রয়োজন তার অতিরিক্ত বাধা বা আঘাত করা যাবেনা।

৯। আত্বরক্ষার অধিকার কতক্ষন পর্যন্ত বলবত থাকবেঃ

দন্ডবিধির ১০২ ধারা মোতাবেক নিজের দেহের প্রতি বিপদের আশঙ্কা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধিকার শুরু হবে ও যতক্ষন পর্যন্ত আশঙ্কা বলবত থাকবে ততক্ষন পর্যন্ত অধিকারও বলবত থাকবে।

আরোও জানুনঃ

পারিবারিক নারী নির্যাতনে কি কি মামলা করা যায়

মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?

মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?

কোম্পানী গঠনের খরচ ও সহজ নিয়ম

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন প্রতিকার

জায়গা জমির মামলা বা দেওয়ানী মামলার ধাপসমূহ

বিভিন্ন আইনে মিথ্যা মামলা করার শাস্তি

আইন বিষয়ে আরোও জানতে আমাদের ফেসবুক পেজ আইনের আশ্রয়ে মেজেস করতে পারেন।

Law Article

২০২২-২৩ বাজেটে কি কি জিনেসের দাম বাড়বে ও কমবে

২০২২-২৩ বাজেট এ কি কি জিনিসের দাম বাড়বে আর কমবে

গত ৯ জুন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। যা টাকার অঙ্কে দাড়ায়

আরও পড়ুন...
NID Download

অনলাইনে জাতীয় পরিচয়পত্র কিংবা এনআইডি কার্ড ডাউনলোড করার উপায়। NID Download

অনলাইনে জাতীয় পরিচয়পত্র কিংবা এনআইডি (NID) কার্ড ডাউনলোড করার উপায়ঃ NID Download জাতীয় পরিচয়পত্র কিংবা এনআইডি কার্ড আমাদের অতি প্রয়োজনীয় একটি জিনিস। যা আমাদের দৈনন্দিন

আরও পড়ুন...
আত্বরক্ষার অধিকার

অপরাধ করেও কখন মাফ পেয়ে যাবেন।। আত্বরক্ষার অধিকার

জান বাচানো ফরজ এরুপ একটি কথা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। আসলেই তাই। আইনেও নিজের জীবন ও সম্পত্তি বাচানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এজন্য যদি

আরও পড়ুন...
জায়গা জমি বা দেওয়ানী মামলার ধাপ

জায়গা জমির মামলা বা দেওয়ানী মামলার ধাপ সমূহ

জায়গা জমির মামলা বা কোন পদ পদবী ও সম্পত্তির অধিকার নিয়ে যে মামলা হয় তাই দেওয়ানী মোকদ্দমা। সাধারনত আমরা এসব মামলা দীর্ঘ দিন চলতে দেখি।

আরও পড়ুন...