BJS (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) এর সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস

BJS (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) এর সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস

Table of Contents

BJS (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) এর সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানা একজন পরীক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়। আমাদের আজকের আয়োজনে থাকছে সহকারী জজ নিয়োগের পূর্নাঙ্গ সিলেবাসের ধারনা নিয়ে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন BJS বা সহকারী জজ নিয়োগ পরীক্ষা সাধারনত ৩টি ধাপে নিয়ে থাকেন।

১। প্রাথমিক পরীক্ষা (Preliminary Examination)

২। লিখিত পরীক্ষা (Written Examination)

৩। মৌখিক পরীক্ষা

প্রাথমিক পরীক্ষা (Preliminary Examination) ঃ

প্রাথমিক পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। যাহার মান থাকে ১০০ নম্বর। ১০০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১ (এক) নম্বর। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। এবং প্রাথমিক পরীক্ষার পাস নম্বর হল ৫০। প্রাথমিক পরীক্ষার নম্বর লিখিত পরীক্ষার সাথে যোগ হবেনা।

প্রাথমিক পরীক্ষার জন্য যে যে বিষয়ে প্রস্তুতি নিতে হবেঃ

সাধারন বাংলা, সাধারন ইংরেজি, সাধারন গনিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, দৈনন্দিন বিজ্ঞান ও বুদ্ধিমত্তা।

প্রাথমিক পরীক্ষায় যেসকল আইনের উপর প্রস্তুতি প্রশ্ন হতে পারেঃ

১। ফৌজদারী কার্যবিধি ১৮৯৮

২। দেওয়ানী কার্যবিধি ১৯০৮

৩। দন্ডবিধি ১৮৬০

৪। স্বাক্ষ্য আইন ১৮৭২

৫। তামাদি আইন ১৯০৮

৬। সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭

৭। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান ১৯৭২

৮। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২

৯। The Special Power Act, 1974,

১০। The Arms Act, 1878

১১। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮

১২। The Negotiable Instruments Act, 1881,

১৩। মুসলিম আইন

১৪। হিন্দু আইন।

১৫। The Family Courts Ordinance, 1985,

১৬। The Muslim Family Laws Ordinance, 1961,

১৭। The Dissolution of Muslim Marriage Act, 1939,

১৮। The Guardians and Wards Act, 1890,

১৯। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০।

২০। The Dowry Prohibition Act, 1980,

২১। The Transfer of Property Act, 1882,

২২। The Contract Act, 1872,

২৩। The State Acquisition and Tenancy Act, 1950,

২৪। The Non-agricultural Tenancy Act, 1949,

২৫। The Registration Act, 1908,

২৬। The Land Reform Ordinance, 1984,

২৭। The Small Cause Courts Act, 1887,

২৮। বাড়ী ভাড়া নিয়ন্ত্রন আইন, ১৯৯১।

২৯। শিশু আইন, ২০১৩।

৩০। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।

৩১। বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫।

৩২। পরিবেশ আদালত আইন, ২০১০।

৩৩। আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০।

৩৪। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী ইত্যাদি) প্রবিধানমালা, ২০১১।

৩৫। আইনগত সহায়তা প্রদান আইন ( আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫।

৩৬। আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪।

৩৭। আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫।

৩৮। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪।

৩৯। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২।

৪০। The Criminal Law Amendment Act, 1958

৪১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬।

৪২। মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২।

৪৩। অর্থঋন আদালত আইন, ২০০৩।

৪৪। সালিশ আইন, ২০০১

৪৫। গ্রাম আদালত আইন, ২০০৬।

৪৬। বিরোধ মিমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪।

৪৭। শ্রম আইন, ২০০৬। ইত্যাদি।

আরোও জানুনঃ

মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?

মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?

কোম্পানী গঠনের খরচ ও সহজ নিয়ম

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন প্রতিকার

লিখিত পরীক্ষা (Written Examination)ঃ

প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীগন লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। লিখিত পরীক্ষায় সর্বমোট ১০০০ নম্বর। প্রতিটি বিষয়ে গড়ে ৫০% নম্বর পেলে তিনি উত্তীর্ন বলে বিবেচিত হবেন। তবে আলাদা করে কোনো বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে তিনি অকৃতকার্য বলে বিবেচিত হবেন। প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা। ঐচ্ছিক বিষয়সমূহ হতে প্রার্থী যেকোনো একটি অংশ বাছাই করে নিতে পারবেন।

লিখিত পরীক্ষার সিলেবাসঃ

পাতা- ০১www.ainerasroy.com
পাতা- ০২www.ainerasroy.com

মৌখিক পরীক্ষাঃ

লিখিত পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীগন মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করিতে পারিবেন। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর আইন সম্পর্কিত জ্ঞান, সাধারন জ্ঞান, বুদ্ধিমত্তা, হাতের লেখার স্পষ্টতা, মানষিক সতর্কতা, মানষিক শক্তি,চারিত্রিক দৃঢ়তা, বাচনভঙ্গি, নেতৃত্ব প্রদানের গুনাবলি, ও ব্যাক্তিত্বের অন্যন্য দিক ও পাঠ্যক্রম বর্হিভুত ক্রিয়াকলাম যেমন, খেলাধুলা, বিতর্ক, শখ ইত্যাদি বিবেচনা করা হইবে। মৌখিক পরীক্ষায় কোন প্রার্থী ৫০% কম নাম্বার পেলে তিনি অকৃতকার্য বলে বিবেচিত হবেন।

বিঃদ্রঃ আমাদের আলোচনাগুলি শুধুমাত্র জ্ঞান ও জানার জন্য। কেউ যদি আমাদের তথ্যগুলি আপনার কোনো প্রয়োজনীয় কাজে ব্যাবহার করেন তার দায় আপনার একান্তই নিজের। প্রয়োজনে আরোও কোন বিজ্ঞ আইনজীবির সহিত পরামর্শের পরামর্শ প্রদান করা হলো।

আমাদের আয়োজন গুলি ভালো লাগলে ও আরোও লিখা পড়তে আমাদের ব্লগ পেজে চোখ রাখুন, ইউটিউব আইনের আশ্রয় এর সাথে থাকুন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট, কিংবা ওয়েবসাইটের মেসেজ অপসন কিংবা ফেসবুক পেজ আইনের আশ্রয়ে মেসেজ করতে পারেন।

ধন্যবাদ।

আরোও জানুনঃ

২০২২-২০২৩ বাজেট এ কোন মন্ত্রনালয় কত বরাদ্দ পাচ্ছে

পারিবারিক নারী নির্যাতনে কি কি মামলা করা যায়

মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?

মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?

কোম্পানী গঠনের খরচ ও সহজ নিয়ম

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন প্রতিকার

জায়গা জমির মামলা বা দেওয়ানী মামলার ধাপসমূহ

বিভিন্ন আইনে মিথ্যা মামলা করার শাস্তি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রনীত পূনাঙ্গ সিলেবাস PDF

BJS (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) এর সহকারী জজ নিয়োগ পরীক্ষার সিলেবাস

Law Article

ব্যারিস্টার ও আইনজীবি/এডভোকেট/উকিলের মধ্যে পার্থক্য

ব্যারিস্টার ও আইনজীবি/এডভোকেট/উকিলের মধ্যে পার্থক্য

ব্যারিস্টার ও আইনজীবি/ এডভোকেট/ উকিলের মধ্যে পার্থক্য অনেকের মনেই প্রশ্নের সৃষ্টি করে। শাব্দিক অর্থে উকিল বা এডভোকেট অর্থ অপরের প্রতিনিধি বা কারোও পক্ষে বিচারকার্যে প্রতিনিধিত্ব

আরও পড়ুন...
মিথ্যা মামলা করার শাস্তি

বিভিন্ন আইনে মিথ্যা মামলা করার শাস্তি

আইনের জন্মই অপরাধ দমন ও নিরোধ করা ও অপরাধীদের শাস্তির মাধ্যমে তা কার্যকর করা। কিন্তু এই আইনের মাধ্যমেই কেউ যদি কাউকে মিথ্যাভাবে শাস্তি ভোগ করাতে

আরও পড়ুন...
বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার সিলেবাস

বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার সিলেবাস

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন, পুলিশ, কর, পররাষ্ট্র সহ প্রজাতন্ত্রের ২৬ টি প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা পদে নিয়োগ প্রদান করে থাকেন।

আরও পড়ুন...
বিজ্ঞ আইনজীবির রিমান্ড আদেশের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল

আইনজীবি কে দেওয়া রিমান্ড আদেশের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল

পুলিশের দায়িত্বকাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে শ্যামপুর থানায় দায়ের করা মামলায় আইনজীবিকে দেওয়া ৩ দিনের রিমান্ড আদেশের বৈধতা জানতে চেয়ে রুল ইস্যু করেছেন মহামান্য

আরও পড়ুন...