২০২২-২৩ বাজেটে কি কি জিনেসের দাম বাড়বে ও কমবে

২০২২-২৩ বাজেট এ কি কি জিনিসের দাম বাড়বে আর কমবে

Table of Contents

গত ৯ জুন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। যা টাকার অঙ্কে দাড়ায় ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেট প্রস্তাব পেশকালে অর্থমন্ত্রী জানান যে, এ অর্থবছরের বাজেটে কিছু পন্যে শুল্ক ও কর বৃদ্ধি ও নতুন করে আরোপ হবে এবং কিছু কিছু পন্যে এবং দেশীয় শিল্প রক্ষায় জনস্বার্থে কিছু পন্যে শুল্ক ও ভ্যাটে ছাড় দেওয়া হবে। যার প্রভাবে কিছু কিছু পন্যের দাম বাড়তে পারে এবং কিছু কিছু পন্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।

২০২২-২৩ বাজেট এ যেসব পন্যের দাম বাড়তে পারেঃ

যেসব পন্যে দাম বাড়তে পারে সেগুলোর মধ্যে রয়েছে, ফ্রিজ, ট্রেনের টিকিট, হাইব্রিড, রিকন্ডিশন ও বিলাশবহুল গাড়ী ( গাড়ীতে ২০০০ সিসি থেকে ৪০০০ সিসির মধ্যে সম্পুরক শুল্ক বাড়ানো হয়েছে), মোটরসাইকেল, মোবাইল ফোন, পনির, দই, চীজ (আমদানী করা পনির ও দইয়ের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে), গুড়া দুধ, পানির ফিল্টার, দেয়াশলাই, বিদেশী বিভিন্ন পোষা পাখি, বিড়ি- সিগারেট (সিগারেটের নিন্ম ক্যাটাগরির ১০ শলাকার দাম ৩৯ টাকা থেকে ৪০ টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং সম্পুরক শুল্ক ৫৭ শতাংশ নির্ধারনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে), ল্যাপটপ, বিদেশ হতে আমদানী করা তৈরি পোষাক ( বিদেশী পোষাক ৪৫ শতাংশ সম্পুরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে), অ্যালুমিনিয়াম ফয়েল, অপরিশোধিত আলকাতরা, প্রিন্টিং প্লেট, প্রিন্টার, প্রিন্টারের টোনার, ক্যাশ রেজিষ্টার, ওয়ান টাইম পেপার কাপ ও প্লেট, মোটর, ২ ও ৪ স্টোকের সিএনজি, ফ্যান, লাইটার, বডি স্প্রে, প্রশাধনী, আমদানী করা এসি, আমদানী করা ফুল ও ফল, ফলের জুস ও প্যাকেটজাত দ্রব্য, বিদেশ হতে আমদানী করা ফার্নিচার, বিদেশী সোলার প্যানেল ইত্যাদি

আরোও জানুনঃ

২০২২-২০২৩ বাজেট এ কোন মন্ত্রনালয় কত বরাদ্দ পাচ্ছে

মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?

মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?

২০২২-২৩ বাজেট এ যেসব পন্যের দাম কমতে পারেঃ

যেসব পন্যের দাম কমতে পারে সেগুলোর মধ্যে রয়েছে হুইল চেয়ার, শ্রবন বা কানে শোনার যন্ত্র, দেশে তৈরি নির্মানসামগ্রী ও রড, ওয়াশিং মেশিন, পশুখাদ্য, কাজুবাদাম, মুড়ি, রেস্তোরার খাবার, চিনি, টাওয়েল, পোল্ট্রি ও ফিস ফিড, পাওয়ার টিলার, পলিথিন ও প্লাটিক জাতীয় ব্যাগ, স্পিনিং মিলের পেপার, পয়নিস্কাশনের সরঞ্জাম, এলইডি টিভি, এলপিজি গ্যাস সিলিন্ডার, কৃষি যন্ত্রপাতি, দেশীয় তৈরি মোটরগাড়ী, দেশীয় ডায়পার, হার্ডডিক্স, সিসিটিভি, দেশে তৈরি ফ্রিজ ও এসি, মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, স্যানিটারী ন্যাপকিন, প্রেশার কুকার ইত্যাদি

২০২২-২৩ বাজেট এ কি কি জিনিসের দাম বাড়বে আর কমবে।

আরোও জানুনঃ

২০২২-২০২৩ বাজেট এ কোন মন্ত্রনালয় কত বরাদ্দ পাচ্ছে

পারিবারিক নারী নির্যাতনে কি কি মামলা করা যায়

মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?

মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?

কোম্পানী গঠনের খরচ ও সহজ নিয়ম

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন প্রতিকার

জায়গা জমির মামলা বা দেওয়ানী মামলার ধাপসমূহ

বিভিন্ন আইনে মিথ্যা মামলা করার শাস্তি

ফেসবুক পেজ- আইনের আশ্রয়

Law Article

cheque dishonor

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন আইনি প্রতিকার।

চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? বর্তমান সময়ে চেক একটি গুরুত্বপূর্ন জিনিস। আমরা আমাদের দৈনন্দিন ব্যাবসায়িক ও ব্যাংকিং লেনদেনে ব্যাপকভাবে চেকের ব্যাবহার করে থাকি। আবার

আরও পড়ুন...
যেসব সেবা নিতে দিতে হবে আয়কর রিটার্ন সার্টিফিকেট

২০২২-২০২৩ অর্থবছর হতে যেসব সেবা নিতে আয়কর রিটার্ন সার্টিফিকেট লাগবে।

২০২২-২০২৩ অর্থবছর হতে সেবা গ্রহন করতে আগের মত শুধুমাত্র টিআইএন (TIN) জমা দিলেই হবে না। সাথে জমা দিতে প্রত্যেক বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তীস্বীকারপত্র (Acknowledgement

আরও পড়ুন...