২০২২-২০২৩ অর্থবছর হতে সেবা গ্রহন করতে আগের মত শুধুমাত্র টিআইএন (TIN) জমা দিলেই হবে না। সাথে জমা দিতে প্রত্যেক বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তীস্বীকারপত্র (Acknowledgement Slip)। এর মাধ্যমে সরকার ধীরে ধীরে সকলকে আয়কর প্রদানের আওতায় নিয়ে আসবেন। যার কারনে আপনাকে বাধ্য হয়েই আয়কর রিটার্ন জমা দিতে হবে, তা আপনি কর দেওয়ার উপযুক্ত হউন বা না হউন। সেবাগুলো হলোঃ
- সঞ্চয়পত্র ক্রয়
- ব্যাংক ঋন
- ব্যাংকে জমা
- ক্রেডিট কার্ড গ্রহন ও সেবা গ্রহন।
- জমি জমা ক্রয় বিক্রয়।
- বেসরকারী বেতন
- সরকারী আয়
- বাড়ীভাড়া
- নতুন বিদ্যুৎ সংযোগ
- নতুন গ্যাস সংযোগ
- বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো
- গাড়ী ক্রয় ও মালিকানা পরিবর্তন
- এমপিওভুক্ত শিক্ষকদের আয়
- সমবায় সমিতি
- মোবাইল ব্যাংকিং
- ডিজিটাল পন্য ও সেবা
- ফান্ডের রিটার্ন
- জনপ্রতিনিধি হওয়া
- বাড়ীর নকশার অনুমোদন
- আইনজীবি, ডাক্তার, চাটার্ড এ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি ইত্যাদি পেশাজীবি সংগঠনসমূহের সদস্য হতে হলে।
- পরামর্শক, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, নিরাপত্তা বা জনবল সেবা প্রদান সংক্রান্ত প্রতিষ্ঠান।
- কোনো কোম্পানীর এজেন্টশীপ বা ডিস্ট্রিবিউটর হতে চাইলে।
- বিবাহ নিবন্ধক বা কাজী হিসেবে নিবন্ধিত হতে হলে।
- আমদানির এলসি খুলতে হলে।
- আমদানি রপ্তানির সার্টিফিকেট পেতে হলে।
- পরিবহন ব্যাবসা করতে চাইলে
- অগ্নি নিরাপত্তা লাইসেন্স
- অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করার সময়।
- ঔষধ ব্যাবসায় ড্রাগ লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে।
- কোম্পানীর পরিচালক বা শেয়ারহোল্ডার হতে চাইলে।
- ব্যাবসায়িক সংগঠনের বা সমিতির সদস্য হতে চাইলে।
- পরিবেশ ছাড়পত্র পেতে হলে।
- বিএসটিআই লাইসেন্স পেতে চাইলে।
- বীমা বা সার্ভেয়ার হিসেবে নিবন্ধন নিতে চাইলে।
- ইটভাটার অনুমোদন নিতে ।
- বীমা কোম্পানীর অনুমোদন
- বীমা কোম্পানীর এজেন্ট হিসেবে তালিকাভুক্তি বা নবায়ন করতে।
- লঞ্চ, স্টিমার, বার্জ, ট্রলার, কার্গো ইত্যাদি নৌযানের সার্ভে সার্টিফিকেট পেতে হলে।
আমাদের আয়োজন গুলি ভালো লাগলে ও আরোও লিখা পড়তে আমাদের ব্লগ পেজে চোখ রাখুন, ইউটিউব আইনের আশ্রয় এর সাথে থাকুন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট, কিংবা ওয়েবসাইটের মেসেজ অপসন কিংবা ফেসবুক পেজ আইনের আশ্রয়ে মেসেজ করতে পারেন।
ধন্যবাদ।
বিঃদ্রঃ আমাদের আলোচনাগুলি শুধুমাত্র জ্ঞান ও জানার জন্য। কেউ যদি আমাদের তথ্যগুলি আপনার কোনো প্রয়োজনীয় কাজে ব্যাবহার করেন তার দায় আপনার একান্তই নিজের। প্রয়োজনে ওয়েবসাইট হতে তথ্য সংগ্রহের পরামর্শ প্রদান করা হলো।
২০২২-২০২৩ অর্থবছর হতে যেসব সেবা নিতে আয়কর রিটার্ন সার্টিফিকেট লাগবে।
আরোও জানুনঃ
২০২২-২০২৩ বাজেট এ কোন মন্ত্রনালয় কত বরাদ্দ পাচ্ছে
পারিবারিক নারী নির্যাতনে কি কি মামলা করা যায়
মামলা থাকলে সরকারী চাকুরী হবে কি?
মামলায় কিভাবে সাজা বা খালাষ হয়?
কোম্পানী গঠনের খরচ ও সহজ নিয়ম
চেক ডিজঅনার মামলা হলে করনীয় কি? কিভাবে পাবেন প্রতিকার