জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন। National Emergency Service 999.

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন। National Emergency Service 999.

Table of Contents

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন।

যেকোন বিপদজনক পরিস্থিতিতেঃ

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন

  • কোথাও আগুন লাগতে দেখলে।
  • কোথাও বৈদ্যুতিক শর্ট- সার্কিট হতে দেখলে।
  • কোথাও গ্যাস লাইন থেকে গ্যাস লিক হতে দেখলে।
  • কাউকে পানিতে পড়ে/ ডুবে যেতে দেখলে।
  • কাউকে বিদ্যুৎপৃষ্ট হতে দেখলে।
  • কাউকে মারাত্বকভাবে আগুনে পুড়ে যেতে দেখলে।
  • যেকোন দূর্ঘটনায় কারো মারাত্বক রক্তক্ষরন হতে দেখলে।
  • রাস্তাঘাটে বা হাট বাজারে কোন শিশু হারিয়ে গেলে।
  • কোথাও কোন দূর্ঘটনা/ এক্সিডেন্ট ঘটতে দেখলে (সড়কপথে, নৌপথে বা রেলপথে)।
  • কোন নৌযান চরে আটকে গেলে বা চলতি পথে ডুবে যেতে লাগলে বা ডুবে যেতে দেখলে।
  • কোথাও কাউকে বিপদজনকভাবে আটকা পড়ে থাকতে দেখলে।
  • যেকোন কারনে কেউ মৃত্যুও ঝুকিতে থাকলে বা থাকতে দেখলে।

ইউটিউব ভিডিও। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন

যেকোন অপরাধমুলক ঘটনার ক্ষেত্রেঃ

নারী ও শিশুর প্রতি অপরাধঃ

  • কোথাও বাল্য বিবাহ হতে যাচ্ছে, হচ্ছে, বা এই মাত্র হয়েছে।
  • কোন শিশু সহিংসতার শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র হয়েছে।
  • কোন কিশোরী/ মেয়ে/ যুবতী/ নারীকে ইভটিজিং, যৌন হয়রানী বা শারিরীক নির্যাতনের শিকার হতে দেখলে।
  • কোন শিশু/ কিশোরী/ মেয়ে/ যুবতী/ নারী ধর্ষনের শিকার হতে যাচ্ছে, হচ্ছে বা এই মাত্র ধর্ষিত হয়েছে।
  • কোন নারী, শিশু বা ব্যাক্তিকে পাচার হতে দেখলে।

অপহরন ও নির্যাতনের ক্ষেত্রেঃ

  • কাউকে অপহরনের চেষ্টা করা হচ্ছে, অপহরন করে নিয়ে যাচ্ছে বা এইমাত্র অপহরন করা হয়েছে।
  • কাউকে অপহরন করে অবরুদ্ধ করে রাখতে দেখলে।
  • কাউকে আটকে রেখে/ বেধে রেখে নির্যাতন করতে দেখলে।
  • ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে জোরপূর্বক কোন কাজ করতে দেখলে।
  • কোথাও কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হতে দেখলে।

অবৈধ মাদক, আগ্নেয়াস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমঃ

  • কোথাও অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক রয়েছে বলে জানতে পারলে।
  • কাউকে কোন প্রকার অবৈধ আগ্নেয়াস্ত্র বা মাদক বহন করতে দেখলে।
  • কেউ আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র দিয়ে কাউকে আঘাত করতে যাচ্ছে, করছে বা এইমাত্র করেছে।
  • কোথাও কোন কিশোর গ্যাং বা আঞ্চলিক গোষ্টি/ দল/ গ্রুপ ভিত্তিক আক্রমনের পরিকল্পনা বা সংঘর্ষ পরিলক্ষিত হলে।
  • কাউকে সন্ত্রাসী কায়দায় কোন জমি/ স্থাপনা দখল করতে দেখলে।
  • কোথাও সন্ত্রাসী বা জঙ্গি হামলা হতে যাচ্ছে, চলছে বা হয়েছে।

অন্যন্য অপরাধ কার্যক্রমঃ

  • কোথাও ছিনতাই/ চাঁদাবাজি/ ডাকাতি হতে দেখলে।
  • কোন গাড়ি কাউকে পিষ্ট করে বা মারাত্বক দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে দেখলে।
  • কোথাও মাদক বা জুয়ার আসর বসতে দেখলে।
  • কোথাও যাত্রাপালায় অশ্লীল নৃত্য বা অসামাজিক কাজ হতে দেখলে।
  • কোথাও ওয়ারেন্টভুক্ত কোন আসামী অবস্থান করতে দেখলে।
  • কাউকে বেপরোয়াভাবে গাড়ী চালাতে দেখলে।
  • কাউকে মারাত্বকভাকে কোন অপরাধ সংঘটনের পরিকল্পনা করতে দেখলে।

এছাড়াও পুলিশ, এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষনিক সেবা প্রয়োজন এমন যেকোন জরুরী পরিস্থিতিতে (মারাত্বক অপরাধ, দূূর্ঘটনা, বিপদ) এ ৯৯৯ এ নম্বরে কল করতে পারেন।

৯৯৯ নম্বরে কল করলে কোন কল চার্জ কাটা হয় না।

মোবাইলে টাকা না থাকলেও ৯৯৯ নম্বরে কল করা যায়।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন

(বিঃ দ্রঃ) কোন ধরনের কপরিাইট পাইরেসি আমাদরে কাম্য নয়। আমাদের দেয়া তথ্য ও প্রতিকার সম্পূর্ন শিক্ষা ও সচেতনতামুলক মাত্র, কেউ ইহাকে আইনগত মতামত বা পরার্মশ রূপে ব্যবহার করলে তাহার দায় সর্স্পূণ ব্যাক্তিক বটে। এ ধরনের প্রয়োজনে সরাসরি একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্ত হওয়ার জন্য সর্তক করা হল।)

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কখন কল করবেন। National Emergency Service 999.

আইন বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ আইনের আশ্রয়ের সাথে থাকুন। এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করুন। এবং আমাদের ওয়েবসাইটের ব্লগ পেজে চোখ রাখুন।

ধন্যবাদ সবাইকে।

Law Article

চেক ডিজঅনার কি এবং চেক ডিজঅনার হলে কিভাবে মামলা করবেন।

চেক ডিজঅনার কি এবং চেক ডিজঅনার হলে কিভাবে মামলা করবেন।

বর্তমান সময়ে চেক ডিজঅনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। সাধারনত, আমরা প্রতিনিয়ত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন করতে নির্ভরযোগ্য উপাদান হিসেবে চেক ব্যাবহার করে থাকি। বিশেষত, ব্যাবসায়িক

আরও পড়ুন...
মিথ্যা মামলা করার শাস্তি

বিভিন্ন আইনে মিথ্যা মামলা করার শাস্তি

আইনের জন্মই অপরাধ দমন ও নিরোধ করা ও অপরাধীদের শাস্তির মাধ্যমে তা কার্যকর করা। কিন্তু এই আইনের মাধ্যমেই কেউ যদি কাউকে মিথ্যাভাবে শাস্তি ভোগ করাতে

আরও পড়ুন...
যেসব সেবা নিতে দিতে হবে আয়কর রিটার্ন সার্টিফিকেট

২০২২-২০২৩ অর্থবছর হতে যেসব সেবা নিতে আয়কর রিটার্ন সার্টিফিকেট লাগবে।

২০২২-২০২৩ অর্থবছর হতে সেবা গ্রহন করতে আগের মত শুধুমাত্র টিআইএন (TIN) জমা দিলেই হবে না। সাথে জমা দিতে প্রত্যেক বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তীস্বীকারপত্র (Acknowledgement

আরও পড়ুন...
ব্যারিস্টার ও আইনজীবি/এডভোকেট/উকিলের মধ্যে পার্থক্য

ব্যারিস্টার ও আইনজীবি/এডভোকেট/উকিলের মধ্যে পার্থক্য

ব্যারিস্টার ও আইনজীবি/ এডভোকেট/ উকিলের মধ্যে পার্থক্য অনেকের মনেই প্রশ্নের সৃষ্টি করে। শাব্দিক অর্থে উকিল বা এডভোকেট অর্থ অপরের প্রতিনিধি বা কারোও পক্ষে বিচারকার্যে প্রতিনিধিত্ব

আরও পড়ুন...